অনেক কিছুই নেই!
বোরহানুল ইসলাম লিটন
হরেক শস্য আজো ফলে মাঠে
গোলার মিলে না দেখা,
আম লিচু কলা বারো মাসই জাগে
আঁকে না সে’ ফল রেখা।
হানা দেয় ভোর কৃষকের ঘরে
ডাকে না গো-ছাগ রোজ,
মাঝির নৌকা ঘাটে থাকে বাঁধা
বৈঠার নেই খোঁজ।
খোকা-খুকু পড়ে পদ্য নামতা
জ্বলে না সাঁঝের কুপি,
স্নেহ মায়া আছে সকলেরই হৃদে
হয়েছে তা বহুরূপী।
বৈশাখী মেলা বসে বট তলে
দু’টাকার নেই দাম,
পহ পহ রবে তাল পাখা ঘুরে
কাড়ে না বাবার ঘাম।
যে খালে বেড়াতো টাকি চ্যাং শোল
সাথে নিয়ে লাখো পোনা,
আষাঢ়েও সেথা মিলে না ক্ষণিক
বেঙাচির আনাগোনা!
গোলার মিলে না দেখা,
আম লিচু কলা বারো মাসই জাগে
আঁকে না সে’ ফল রেখা।
হানা দেয় ভোর কৃষকের ঘরে
ডাকে না গো-ছাগ রোজ,
মাঝির নৌকা ঘাটে থাকে বাঁধা
বৈঠার নেই খোঁজ।
খোকা-খুকু পড়ে পদ্য নামতা
জ্বলে না সাঁঝের কুপি,
স্নেহ মায়া আছে সকলেরই হৃদে
হয়েছে তা বহুরূপী।
বৈশাখী মেলা বসে বট তলে
দু’টাকার নেই দাম,
পহ পহ রবে তাল পাখা ঘুরে
কাড়ে না বাবার ঘাম।
যে খালে বেড়াতো টাকি চ্যাং শোল
সাথে নিয়ে লাখো পোনা,
আষাঢ়েও সেথা মিলে না ক্ষণিক
বেঙাচির আনাগোনা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন