অন্তরের আশা
বোরহানুল ইসলাম লিটন
নীল আকাশে মেঘের ভেলা
বড্ড লাগে আমার ভালো,
অবাক চোখে চেয়ে দেখি
বৈকালে গায় পড়লে আলো।
ভাবি হবো ওদের মতোন
স্বাধীন মনের শুদ্ধ দরে,
বিমল সুখে ছুটবো দলে
দেশ হতে দেশ দেশান্তরে।
ইচ্ছে মতো নামবো ঝরে
দৃষ্টি পেলেই প্রখর খরা,
গাছ-গাছালির সবুজ ছায়ে
দেখতে গো এই ব্যাকুল ধরা।
রাত্রে হয়ে চাঁদের সখা
খেলবো দু’জন লুকোচুরি,
বুঝবে দেখে নিদ হারা চোখ
কারে বলে স্বপ্নপুরী।
বড্ড লাগে আমার ভালো,
অবাক চোখে চেয়ে দেখি
বৈকালে গায় পড়লে আলো।
ভাবি হবো ওদের মতোন
স্বাধীন মনের শুদ্ধ দরে,
বিমল সুখে ছুটবো দলে
দেশ হতে দেশ দেশান্তরে।
ইচ্ছে মতো নামবো ঝরে
দৃষ্টি পেলেই প্রখর খরা,
গাছ-গাছালির সবুজ ছায়ে
দেখতে গো এই ব্যাকুল ধরা।
রাত্রে হয়ে চাঁদের সখা
খেলবো দু’জন লুকোচুরি,
বুঝবে দেখে নিদ হারা চোখ
কারে বলে স্বপ্নপুরী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন