অথচ তুমি …! (টুকরো কথা)

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

কিছু অপ্রাপ্তি মজবুত করলেও জীবনের ভিত
’প্রাপ্তিতেই/প্রাপ্তিই পূর্ণতা’
কথাটিই বিশ্বাস করতে ব্যস্ত সকলে অকুণ্ঠচিত্তে।

ছন্দিত সুখের তরেই -
নদী সাগর অভিমুখে
অম্বুদ জমিনের বুকে
বৃক্ষরাজি বায়ুর ফুঁকে
বিলীন করে চলেছে নিজেকে প্রতিনিয়ত।
নিশ্চয় এ’ ধারা অতিশয় অরোধ্য ও সর্বব্যাপী।

কেউ হারতে চায় না এ’ খেলায় জগত সংসারে।
বলী অলি পলি কেউ না
গলিও না।
ঘোর অনিশ্চয়তার মাঝে?

জীবনের সবচে’ বাঞ্ছিত ধন হলেও নক্ষত্র
তবুও মানুষ নিদ্রা যাপন করতে চায়
অ্যাথেনার মন্দিরে -
বশীভূত করার জন্য শুধু একটি পেগাসাসকে।

অথচ তুমি ...!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন