রুবাইয়াত-ই-বোরহান (দুই জোড়া)
বোরহানুল ইসলাম লিটন
(১) বামের ধাম
রাখতে তোমায় যত্নে অতি রুখে লহুর বাঁদরামি,
বুকের বামে ধাম গড়েছি সম্মানে যা খুব দামি।
ভাবছো শুনে রইল কে কার? মূর্খ এ’ মন! কয় সে কি?
দরগা তলা শিরনি দেবো এমন বোকা নই আমি!
(২) চায় না শুধু
ঘর বাহিরে চলতে গেলে যাবেই কিছু আজ ছেড়ে,
বুকের বামেও রোজ হবে ঘা নিত্য নতুন হোক ফেরে।
সয়েই কে নয় অনুগত! জানো হে রব সব তুমি,
চায় না শুধু বহ্নি এমন জল দিলে যা যায় বেড়ে।
(৩) নিষ্কৃতি
দিন রজনী বুকের খাঁচায় বললেও বোধ ‘রোজ জিতি!’
নয়কো মিছে ছোট্ট আয়ু ক্ষণস্থায়ী ভিত ক্ষিতি।
যেতেই হবে ডাক দিলে রব হুকুম তারই শাশ্বত,
মেনেই আড়ে প্রাণ যতো চায় মৃত্যু থেকেই নিষ্কৃতি।
(৪) মেনেই বলি
একলা জেগে রূপ সায়রে দেখে ঢেউয়ের তড়পানি,
গামলা দিয়ে জল গো সেঁচি মানি আমি নই জ্ঞানী।
ভাবলে থেমে এই কি আশা! হয় যে আঁধার ধড়ফড়ে,’
কও তো বিধি কার তরে সেই পূর্ণ শশীর মুখখানি!
রাখতে তোমায় যত্নে অতি রুখে লহুর বাঁদরামি,
বুকের বামে ধাম গড়েছি সম্মানে যা খুব দামি।
ভাবছো শুনে রইল কে কার? মূর্খ এ’ মন! কয় সে কি?
দরগা তলা শিরনি দেবো এমন বোকা নই আমি!
(২) চায় না শুধু
ঘর বাহিরে চলতে গেলে যাবেই কিছু আজ ছেড়ে,
বুকের বামেও রোজ হবে ঘা নিত্য নতুন হোক ফেরে।
সয়েই কে নয় অনুগত! জানো হে রব সব তুমি,
চায় না শুধু বহ্নি এমন জল দিলে যা যায় বেড়ে।
(৩) নিষ্কৃতি
দিন রজনী বুকের খাঁচায় বললেও বোধ ‘রোজ জিতি!’
নয়কো মিছে ছোট্ট আয়ু ক্ষণস্থায়ী ভিত ক্ষিতি।
যেতেই হবে ডাক দিলে রব হুকুম তারই শাশ্বত,
মেনেই আড়ে প্রাণ যতো চায় মৃত্যু থেকেই নিষ্কৃতি।
(৪) মেনেই বলি
একলা জেগে রূপ সায়রে দেখে ঢেউয়ের তড়পানি,
গামলা দিয়ে জল গো সেঁচি মানি আমি নই জ্ঞানী।
ভাবলে থেমে এই কি আশা! হয় যে আঁধার ধড়ফড়ে,’
কও তো বিধি কার তরে সেই পূর্ণ শশীর মুখখানি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন