বোরহানুল ইসলাম লিটন

কবিতা - শূন্য’র মান

লেখক: বোরহানুল ইসলাম লিটন

যে কেউ বসালে শূন্য এককের ডানে
বেড়ে হয় সংখ্যাটা নামী,
তোমার অবর্তমানে
আমার ডানেও তো শূন্য’রই মেলা
পূর্ণতার মান কেন র’লো তবে চির নিম্নগামী?

অস্থির মননে বাড়ে ফুঁসে সংশয় –
আমি কি একক নয়?

১৫০
মন্তব্য করতে ক্লিক করুন