সভ্যতাকে গড়তে যারা চায়

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

হৃদ সঁপে এই সভ্যতাকে
গড়তে যারা চায়,
পায় কি তারা শুভ্র বসন
ঘর্ম ঝরা গায়!

সখ্য প্রীতির জ্যান্ত রণে
গামছা পেতে সঙ্গোপনে,
কর্তব্যতে সুখ যা খোঁজে
চামড়া ফাটা পায়।

কাড়তে কুঁড়ের আহাজারি
নিত্য রচে নিমের সারি,
প্রখর রোদে নিজকে মেপে
বাবলা গাছের ছায়।

বক্র ধারার মুছতে মুকুর
ব্যস্ত রাখে সকাল দুপুর,
শেষ বিকেলে মলম দিতে
গর্বে পোড়া ঘায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন