বিপুল চন্দ্র রায়

কবিতা - ভগবান!

লেখক: বিপুল চন্দ্র রায়

জাগো সনাতনী!দেখ,যমরাজ!
দুয়ারে এসে ধীরে ধীরে করে করাঘাত।
মৃত্যুর পরওয়ানা জারি করেছে
সব কিছু পেয়ে ভুলে গেছো পরপারের কথা,
ডাকো না ভগবানকে,সুমধুর স্বরে বলোনা
মধুমাখা হরির নাম,কেন কেন?
এই শুনো শুনো!সুমধুর স্বরে ডাকো।
অলস রজনী নিন্দ্রামগ্ন হইওনা বিভোর,
আশার প্রদীপ জ্বালে ডাকো দিননাথ।
ভগবান! ভগবান!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৯০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন