ভোলানাথ
বিপুল চন্দ্র রায়
ফাল্গুন মাসে……কৃষ্ণ পক্ষ চতুদর্শী তিথি
বাবা ভোলানাথের উপাসকেরা শৈব
খুশি আর আনন্দে পূজার করি আয়োজন।
বাবা ভোলানাথের বেলপাতা খুব প্রিয়,
বাবা ভোলানাথের গায়ের রং তুষার মত সাদা,ত্রি-নয়ন,মাথায় জটা,
কপালে বাঁকা চাঁদ,হস্তে দুটি বাদ্য যন্ত্র,ডমুর,শিঙ্গা,
ত্রিশূল প্রধান অস্ত্র,পরণে তাহার বাঘের চামড়া,ষাঁড় তাহার বাহন।
হে পরেমেশ্বর,তুমিই গতি,তুমিই সব,কৃপা করো ভক্তগন কে।
সৃষ্টি-স্থিতি-বিনাশে হেতু শান্ত; বাবা ভোলানাথ তব জানাই প্রণাম।
হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ।
বাবা ভোলানাথের উপাসকেরা শৈব
খুশি আর আনন্দে পূজার করি আয়োজন।
বাবা ভোলানাথের বেলপাতা খুব প্রিয়,
বাবা ভোলানাথের গায়ের রং তুষার মত সাদা,ত্রি-নয়ন,মাথায় জটা,
কপালে বাঁকা চাঁদ,হস্তে দুটি বাদ্য যন্ত্র,ডমুর,শিঙ্গা,
ত্রিশূল প্রধান অস্ত্র,পরণে তাহার বাঘের চামড়া,ষাঁড় তাহার বাহন।
হে পরেমেশ্বর,তুমিই গতি,তুমিই সব,কৃপা করো ভক্তগন কে।
সৃষ্টি-স্থিতি-বিনাশে হেতু শান্ত; বাবা ভোলানাথ তব জানাই প্রণাম।
হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন