সনাতন ধর্মগ্রন্থ বেদ থেকে জানি,
আমরা চার বর্ণের তত্ব কথা ভাই।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কর্ম যোগ্যতা অনুসারে হয়।
ব্রাহ্মণ যারা ধর্ম কর্ম, জ্ঞান বুদ্ধিতে উন্নত তারা।
ক্ষত্রিয় যারা রাজকার্যে কুশলী দেশরক্ষায় দক্ষ তারা।
বৈশ্য যারা ব্যবসা-বাণিজ্য,শস্যাদি উৎপাদন কর্মে তারা।
শূদ্র যারা পরোপকারী কঠোর পরিশ্রমী শ্রমজীবী তারা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন