ছড়া

বিপুল চন্দ্র রায় বিপুল চন্দ্র রায়

ঢাক বাজে ঢোল বাজে
ডং ডঙ্গা ডং ডং
পূজা এলো পূজা এলো
খুশিতে নাচে মন।
সোনা মনির দল
বলে যাই বলে যাই
মা এলো দূর্গা এলো
কি আনন্দ কি আনন্দ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন