বিপুল চন্দ্র রায়

কবিতা - ছড়া

লেখক: বিপুল চন্দ্র রায়
ধরণ: ছড়া

ঢাক বাজে ঢোল বাজে
ডং ডঙ্গা ডং ডং
পূজা এলো পূজা এলো
খুশিতে নাচে মন।
সোনা মনির দল
বলে যাই বলে যাই
মা এলো দূর্গা এলো
কি আনন্দ কি আনন্দ।

২১১
মন্তব্য করতে ক্লিক করুন