দূর্গা মা আমার মহামায়া

বিপুল চন্দ্র রায় বিপুল চন্দ্র রায়

দূর্গা মায়ের আগমনে খুশি আনন্দ সবার মনে,
এসো সবাই মায়ের পূজা করি ভক্ত বৃন্দ ভাই।
বলো দূর্গা মাঈকি?জয়!
অদৃশ্য হয়ে শত্রু বেশে পথে বসে আছে অসুর,
জয় পরাজয়ের যুদ্ধ হবে দেখবে মর্ত্যভূমি।
অসুর বধে নিধন হবে অপশক্তি যতোসব,
ভক্ত গণের থাকবেনা,দুঃখ-কষ্ট, জরা-ব্যথি।
ভক্ত বৃন্দ সবাই বলো,বলো দূর্গা মাঈকি? জয়!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন