বিপুল চন্দ্র রায়

কবিতা - একতা

লেখক: বিপুল চন্দ্র রায়

হিন্দুরা আমরা ভাই ভাই
সচেতন হই,সচেতন করি,সচেতন হিন্দু সমাজ গড়ি।
বিবাদ নয় ঐক্য চাই,বিভেদ নয় পরস্পর একতা চাই।

হিন্দু জাতি-
এখনোও সময় আছে চূর্ণ করুণ,জাত-পাতের ধর্মনীতি।
বন্ধ করুন অধর্ম,মান্য করুন হিন্দু রক্ষায় শিক্ষানীতি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৪৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন