রোজ সকালে মা আমার
নিত্য পূজা করে।
গীতা পড়ে বেদ পড়ে
কৃষ্ণ নাম গেয়ে গেয়ে।
হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম
শিশুরা সব দেখে শিখে।
মহাভারত পড়ে রামায়ণ পড়ে
সত্য ধর্ম রাখে হৃদয়ে।
আনন্দ লাগে শিশুরা সব
ধর্মীয় রীতি নীতি শিখে।
মিষ্ট হাসি মিষ্টি স্বরে
ভগবানকে নিত্য ডাকে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন