বিপুল চন্দ্র রায়

কবিতা - গুরুজন

লেখক: বিপুল চন্দ্র রায়

গুরুজন
বিপুল দেওয়ান বিপি
পঞ্চগুরু যারা,শাস্ত্র মতে জানি,
পিতা-মাতা,জ্যেষ্ঠ ভ্রাতা,শিক্ষক দীক্ষাদাতা।
পিতা- মাতা হচ্ছে স্বর্গ,স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ,
পিতা- মাতা হচ্ছে মহাগুরু।
জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে পিতার অর্বতমানে,
লালন পালন দায়ভার তার কাঁধে।
শিক্ষক হচ্ছ আলোর বাতিঘর,
জ্ঞানের জ্যোতি দিয়ে করেন মানুষ।
দীক্ষা দাতা হচ্ছে ধর্মের জ্যোতি,
মন্ত্র গান দিয়ে করেন দীক্ষা দান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন