কার কু-বুদ্ধিতে,কার ভাঙছো তুমি মন্দির,
ভেব দেখ_
হে মানুষ কেউ ভাঙে যদি তোমার মন,
তবে হবে কি তোমার?
মন ভাঙা আর মন্দির ভাঙা একই।
একবার ভেবে দেখ,
মোরা একই সৃষ্টি কর্তার সৃষ্টি।
কেউ বা ডাকে ভগবান
কেউ বা ডাকে আল্লাহ
কেউ বা ডাকে গড
কেউ বা ডাকে ঈশ্বর
তবুও কেন এত বিদ্বেষ।
স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে চিন্তা কর ,
পরকালে কি জবাব দিবে ঐ স্রষ্টারে,
হে মানুষ!