কে রুপের মাধুর্যে স্বর্গরাজ্য?
রুদ্র রোদ দাবদাহে পুত্রের
নাভিশ্বাস ভীষণ রুক্ষ।
বটবৃক্ষের মাতৃছায়া বুকে
স্বস্তি শান্তির প্রলেপ।
সে যে জননী!আদি-অন্তহীন
পুঞ্জ সম্ভার স্বর্গীয় আনন্দ
সে যে মা জননী!জননী!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন