নিমন্ত্রণ

বিপুল চন্দ্র রায় বিপুল চন্দ্র রায়

সনাতনী দাদা-দিদি সবাই শোন দিয়া মন_
সংঘের আয়োজন করিবারে নিমন্ত্রণ,কৃপা করি কর আগমন।
তোমরা সুধী ভক্ত গণ সবাই বলো ভাগবান,মোর এই নিবেদন।
শ্রীমদ্ভগবদগীতা-করিবেন আস্বাদন,পুরিবে সবার অভিলাষ।
নারীগণ উলু-ধ্বনি কর,ভক্তগণে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
জয় জয় রাধা কৃষ্ণ সু-প্রেমানন্দে বলো হরি হরি হরি বল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন