অন্যায় রুখব আমরা নবীন
কবি - বিপুল চন্দ্র রায়
অন্যায় আর সইবো না,
নীরব আর থাকবো না,
ন্যায়ের পথ মুক্তির গান,
খুঁজব মুক্তি মুক্তির মন্ত্রণা।
ছুটে চল হে নবীন
ভয় করিনা ঝড় তুফান।
নির্ভয়ে অন্যায় রুখব
জাগবে সমাজ,বাঁচবে জাতি।
অন্যায় আর সইবো না,
নীরব আর থাকবো না,
ন্যায়ের পথ মুক্তির গান,
খুঁজব মুক্তি মুক্তির মন্ত্রণা।
ছুটে চল হে নবীন
ভয় করিনা ঝড় তুফান।
নির্ভয়ে অন্যায় রুখব
জাগবে সমাজ,বাঁচবে জাতি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন