পূজোর দেশে
লিখেছেন - বিপুল চন্দ্র রায়
ওই দেখ পূজোর বাড়ি
খুশি আনন্দে ভরা।
প্রসাদ গুলো সব খাচ্ছে
বসে,ভক্তবৃন্দ এরা।
ভক্তবৃন্দ সবাই মিলে খুশি
আনন্দ আর হই চই।
বছর জুড়ে পূজো আসুক
এই কামনায় রই।
ওই দেখ পূজোর বাড়ি
খুশি আনন্দে ভরা।
প্রসাদ গুলো সব খাচ্ছে
বসে,ভক্তবৃন্দ এরা।
ভক্তবৃন্দ সবাই মিলে খুশি
আনন্দ আর হই চই।
বছর জুড়ে পূজো আসুক
এই কামনায় রই।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন