পূজোর দেশে
বিপুল চন্দ্র রায়
ওই দেখ পূজোর বাড়ি
খুশি আনন্দে ভরা।
প্রসাদ গুলো সব খাচ্ছে
বসে,ভক্তবৃন্দরা।
সবাই মিলে খুশি
আনন্দ আর হইচই।
বছর জুড়ে পূজো আসুক
এই কামনায় রই।
খুশি আনন্দে ভরা।
প্রসাদ গুলো সব খাচ্ছে
বসে,ভক্তবৃন্দরা।
সবাই মিলে খুশি
আনন্দ আর হইচই।
বছর জুড়ে পূজো আসুক
এই কামনায় রই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন