শরৎ কালে দুর্গা পূজো
আনন্দ প্রতি ঘরে ঘরে।
মন্দিরে পূজোর যজ্ঞ
ঠাকুর মশাই ধ্যানে।
ঢোলী মশাই বাজনা
বাজায় ঢাক ঢোল।
খুশি আনন্দে নাচে
ভক্তবৃন্দের দল।
বলো দুর্গা মাঈকি?
জয়! জয়! জয়!