পূজার খুশি
বিপুল চন্দ্র রায়
পূজার দিনে –
মন্দিরে এসো সবাই ভাই।
আরাধনা আর পুষ্পাঞ্জলি ভরিয়ে দিব মায়ের রাঙা দুটি চরণ।
পূজার দিনে_
পরিবার পরিজন আত্নীয়-স্বজন গড়বো সেবা সাম্য সম্প্রতি।
পূজার আনন্দ ভাতৃত্ব বাড়ায় অন্তরে দেয় সুখ শান্তি।
পূজা উদযাপন সবার তরে আনন্দ আর হাসি খুশি।
মন্দিরে এসো সবাই ভাই।
আরাধনা আর পুষ্পাঞ্জলি ভরিয়ে দিব মায়ের রাঙা দুটি চরণ।
পূজার দিনে_
পরিবার পরিজন আত্নীয়-স্বজন গড়বো সেবা সাম্য সম্প্রতি।
পূজার আনন্দ ভাতৃত্ব বাড়ায় অন্তরে দেয় সুখ শান্তি।
পূজা উদযাপন সবার তরে আনন্দ আর হাসি খুশি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন