বিপুল চন্দ্র রায়

কবিতা - শারদ শুভেচ্ছা-০২

লেখক: বিপুল চন্দ্র রায়

সবার মা এলো দূর্গা মা এলো

পূজা এলো পূজা এলো।

শারদীয় শুভেচ্ছা প্রতিবেশীর সনে,

তাই দেখে আনন্দ খুশি সবার মনে।

প্রতিবেশী সবাই মিলে মিশে,

শারদ শুভেচ্ছা পূজার দিনে।

মিলন মেলা সবার তরে,

হাসি আনন্দ ফুটে মনে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন