শরৎ এলে শুরু হয়
হই চই কলরব ।
পূজো এসেছে পূজো এসেছে
মা এসেছে মা এসেছে ।

চল সবাই মন্দিরে ভাই
পুষ্পাঞ্জলি দিতে যাই ।
মিলন মেলা সেতুবন্ধন
সবাই ভ্রাতৃত্ব বাড়াই।

সবাই মিলে খুশির ছন্দে
গাইছে মধুর গান ।
মা এসেছে পূজো এসেছে
জুড়ায় মন প্রাণ