সনাতন অগ্নিবীর
বিপুল চন্দ্র রায়
ওরে হিন্দু আর কতকাল জাত পাতে বড়াই করব,
বর্ণ বিভেদ - উচ্চনিম্ন জাত কোন হিন্দু সমাজ গড়ব।
জাত পাত দূর করি,কর্ম গুণ বিশ্বাস করি,
কর্ম গুণে হই তুমি আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র।
মোরা নই সম্প্রীতিহীন সেবা সাম্য -প্রীতি, ঐক্য
সদা সত্য করি লালন,মোরা হিন্দু, মোরা হিন্দু।
এসো হে হিন্দু ঐক্য হই,জাত নিয়ে দ্বেষ-বিদ্বেষ
ভুলে,মোরা ভাই ভাই, মোরা হিন্দু।
আয়রে ছুটে মিলন মেলায়,সনাতন হিন্দু সমাজ গড়ব,
সকল অন্যায়-অত্যাচারের প্রতিবাদ ঐক্য হয়ে করব।
মোরা ভাই ভাই, মোরা হিন্দু ,এক সাথে চলি,একসাথে লড়ি,
একসাথে বাঁচি,একসাথে মরি,মোরা হিন্দু সনাতন অগ্নিবীর।
বর্ণ বিভেদ - উচ্চনিম্ন জাত কোন হিন্দু সমাজ গড়ব।
জাত পাত দূর করি,কর্ম গুণ বিশ্বাস করি,
কর্ম গুণে হই তুমি আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র।
মোরা নই সম্প্রীতিহীন সেবা সাম্য -প্রীতি, ঐক্য
সদা সত্য করি লালন,মোরা হিন্দু, মোরা হিন্দু।
এসো হে হিন্দু ঐক্য হই,জাত নিয়ে দ্বেষ-বিদ্বেষ
ভুলে,মোরা ভাই ভাই, মোরা হিন্দু।
আয়রে ছুটে মিলন মেলায়,সনাতন হিন্দু সমাজ গড়ব,
সকল অন্যায়-অত্যাচারের প্রতিবাদ ঐক্য হয়ে করব।
মোরা ভাই ভাই, মোরা হিন্দু ,এক সাথে চলি,একসাথে লড়ি,
একসাথে বাঁচি,একসাথে মরি,মোরা হিন্দু সনাতন অগ্নিবীর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন