ভাবনা
দর্পণ কবীর
ভাবি, তোমার চোখে চোখ রেখে
পড়ে নেবো না বলা সব কথা, স্বপ্নের অনুরণন,
নাতিদীর্ঘ বিরহের ব্যাকুলতা..। ভালোবাসা
জানায় কত দাবি! অকারণে নক্ষত্র ঝরে পড়ার মতো
উদাসী দুপুরে তুমি ফেলবে যখন গোপন দীর্ঘশ্বাস,
তুলে নেবো তা আমার কবিতার ব্যঞ্জনা ভেবে।
আবার তোমার খিলখিল হাসির মুদ্রা থেকে
জেনে নেবো কত্থোকের বোল। কখনো ভাবি, প্রিয়
কোনো বই পড়ার সময় তোমার মগ্নতা ভেঙে দেবো
আলতো ছুঁয়ে। রাগ করলে মুহুর্তেই সরে যাবো দিগন্ত হয়ে।
তোমাকে নিয়ে অহির্নিশ ভাবি আরো কতকিছু!
সঙ্গী হতে ছায়া হয়ে থাকি তোমার পিছু। জানি, আমার
কথা জানলে হেসে বলবে, ‘বড্ড বাড়াবড়ি!’ তোমাকে
নিয়ে দিচ্ছি শুধু ভাবের খেয়ায় ভাষার সাগর পাড়ি। আমি
বলবো, তোমাকে নিয়ে আমার আাবেগ, কতটুকু প্রেম, জেনে
নাও সব-ই। তোমার প্রেমের অর্ঘ্য পেতে নতজানু এই কবি!
পড়ে নেবো না বলা সব কথা, স্বপ্নের অনুরণন,
নাতিদীর্ঘ বিরহের ব্যাকুলতা..। ভালোবাসা
জানায় কত দাবি! অকারণে নক্ষত্র ঝরে পড়ার মতো
উদাসী দুপুরে তুমি ফেলবে যখন গোপন দীর্ঘশ্বাস,
তুলে নেবো তা আমার কবিতার ব্যঞ্জনা ভেবে।
আবার তোমার খিলখিল হাসির মুদ্রা থেকে
জেনে নেবো কত্থোকের বোল। কখনো ভাবি, প্রিয়
কোনো বই পড়ার সময় তোমার মগ্নতা ভেঙে দেবো
আলতো ছুঁয়ে। রাগ করলে মুহুর্তেই সরে যাবো দিগন্ত হয়ে।
তোমাকে নিয়ে অহির্নিশ ভাবি আরো কতকিছু!
সঙ্গী হতে ছায়া হয়ে থাকি তোমার পিছু। জানি, আমার
কথা জানলে হেসে বলবে, ‘বড্ড বাড়াবড়ি!’ তোমাকে
নিয়ে দিচ্ছি শুধু ভাবের খেয়ায় ভাষার সাগর পাড়ি। আমি
বলবো, তোমাকে নিয়ে আমার আাবেগ, কতটুকু প্রেম, জেনে
নাও সব-ই। তোমার প্রেমের অর্ঘ্য পেতে নতজানু এই কবি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন