দর্পণ কবীর

কবিতা - ট্রেজেডী

লেখক: দর্পণ কবীর

অচেনাকেই তুমি নিয়েছো চিনে
মুঠো মুঠো সুখ নিবে যে কিনে,
স্বপ্ন তোমার খুব।

ভেঙে ভেঙে হলাম টুকরো কত
হারানোর দহন পোড়ায় যত
আমিও নিশ্চুপ।
পৃথিবী এগোয় ভাঙে গড়ে
তারারা ঝরে, পাতাও ঝরে
হিসাব কে তার রাখে।
দিন চলে যায় বিবেকের আয়নায়
কিছু কথা ঠিকই থাকে।

গোপন ব্যথা রাখোনি ফ্রেমে
মধ্যরাতের ধরাবাধা প্রেমে
ভেবে নিতে পারো তুমি হারোনি।
আমিও জানি তার নাম জপে
উজার করে নিজেকে সঁপে
তুমিও তার, হতে পারোনি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন