দেশপ্রেম ও গণতন্ত্রের কাবাব

দর্পণ কবীর দর্পণ কবীর

তোমাদের ‘জ্যোতির্ময়’ ভেবে আমাদের মাথা
অবনত, শ্রদ্ধা-ভালোবাসায়। খুনির বুলেটে আমাদের খুলি
উড়ে যায় যখন-তখন, অর্ঘ্য সমর্পণ ভেবে সহে যাই
বিভীষিকা। রক্তের দাগ দেখেছো কি তোমাদের মুখোশে?

তোমাদের কত রকম ভবন, কত নাম! আমাদের
মাথার ওপর ভাঙ্গা আকাশের দুর্বিপাক, পায়ে
পায়ে অন্ধকারের জগদ্দল পাথর। তবু
সামলে রাখি অশ্রুজল, দীর্ঘশ্বাস।

আমরা দুঃশাসনে ডুবে যেতে যেতেও
অকুণ্ঠ গুণকীর্তণে তোমাদের মায়াকান্নার
নাম দিই দেশপ্রেম। আর তোমরা আমাদের সর্বস্ব
বন্ধক রেখে গণতন্ত্রকে কাবাব বানিয়ে খাও!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন