দর্পণ কবীর

কবিতা - এসো বদলে যাই

লেখক: দর্পণ কবীর

একটা জীবন স্বপ্ন অনেক
হরেক রকম কল্পনা
সব হারিয়ে দাঁড়িয়ে আছি
এটা নিছক গল্প না।

আকাশ ছোঁয়ার সাহস আছে
হোক না আকাশ অনেক দূর
হোচট খেয়ে পড়বো কত
হবে কত স্বপ্ন চূড়?

প্রবঞ্চনার আঘাত যত
প্রত্যাখানের লাঞ্চনা
পড়ে থাকা পথটা জুড়ে
নিন্দা-কাঁটা, বঞ্চনা!

শূন্য দু’হাত, বিপন্নতায়
আমার কোন দুঃখ নেই
মাথা তুলে দাঁড়িয়ে আছি
যেমন ছিলাম, এখন সেই!

স্বপ্ন দেখি, স্বপ্ন ছড়াই
খুব সাধারণ জীবন বোধ
বন্ধু হতে পাশে দাঁড়াই
কারোর প্রতি নেই না শোধ।

অরণ্যে যাই, পাহাড় দেখি
সাগর-নদী কত কি!
ঘরের কোণে কাঁদলে একা
মনটা উদার হতো কি?

বন্ধু আসে, বন্ধু যে যায়
পরিচয়ের গন্ডিতে
কে যে কখোন হৃদয় কাড়ে
হৃদয় দেয়ার সন্ধিতে!

বন্ধু হয় দাঁড়িয়ে আছি
আমার মত বন্ধু চাই
হৃদয় খুলে আকাশ হয়ে
আমরা এসো বদলে যাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন