দর্পণ কবীর

কবিতা - ইচ্ছে, আকাশ এবং…

লেখক: দর্পণ কবীর

ইচ্ছে করে মাথার ওপর নেমে আসা
আকাশটাকে টেনে, ছিঁড়ে, ঝুলিয়ে রাখি
সদর দরোজায়। নক্ষত্রগুলো ঝনঝন করে
গড়িয়ে পড়ুক মেঝেতে। আমার সবুজাভ দুঃখের
লাবণ্য দেখে চাঁদ লুকিয়ে রাখুক শাদা জোছনা!
ছেঁড়া আকাশ ঝেড়ে খুঁজে নিতে চাই
আমার হারানো দীর্ঘশ্বাস।

সমুদ্রের আয়নায় মুখ দেখে দেখে
আকাশটা অহংকারী হয়ে গেছে!
আমার দু’চোখে অন্ধকার চুমো খেলেই উপহাসের
অট্টহাসিতে মাথার ওপর আকাশ
ফেটে পড়ে, মৃত্যু পথযাত্রীর ওপর
শকুন যে রকম! আকাশের অহংকার
দু’পায়ে দলে সব ব্যর্থতার ক্ষোভ ঝাড়তে চাই।

আমার না বলা কথাগুলোয় লেগে আছে
আকাশের রঙ, পথভ্রষ্ট হয়ে গেছে পারিজাত স্বপ্ন।
আকাশ তোমাকে সূর্যস্নান করিয়ে
আমাকে বার বার নিয়ে গেছে মেঘের মিছিলে!
ইচ্ছে করে তোমার সমুদ্রে মুখ দেখে
নিজেই আকাশ হয়ে যাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন