দর্পণ কবীর

কবিতা - কষ্টের ধারাপাত

লেখক: দর্পণ কবীর

আমাকে ভেঙে ভেঙে দেখবে বলে
আমি চূর্ণ-বিচূর্ণ হলাম বহুবার
তোমার ইচ্ছের টেবিলে পরমাণু হয়ে
পড়ে থেকেছি দিন, মাস, বছর…
তুমি হেলাফেলা চোখে হয়তো দেখেছ আমায়
দেখলে না হৃদয়ের অনুবিক্ষণে।

আমাকে জানবে বলে—
আমার সব কথা, ব্যথা, পাপ ও পবিত্রতা
এক বৃন্তে গেঁথে তুলে দিয়েছি বর্তমান,
অতীতকেও রেখেছিলাম তোমার হাতের নাগালে।
ভেবেছিলাম, পড়ে নেবে আদি থেকে অন্ত;
অথচ সব আয়োজন ক্রুশবিদ্ধ করে রাখলে উপেক্ষার দেয়ালে
কত তাণ্ডব করে গেল রোদ, বৃষ্টি, ঝড়…।

আমাকে ভালবাসবে বলে—
শিখেছিলাম ভালবাসার ধ্রুপদী পাঠ,
প্রেম ও প্রণয়ের শিল্পকলায় বুঁদ হয়েছিল অনুভব;
তুমি আলোর বিন্দুতে মাখলে কুহেলিকার আঁধার
বিশ্বাসের বিপরীতে শুরু হল— ফাঁক ও ফাঁকির মন্থন;

আমার ভেতরে বিরামহীন চলে কষ্টের ধারাপাত!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন