জীবন শিরোনামে
দর্পণ কবীর
আমার চোখের অশ্রুজলে
দীর্ঘশ্বাসের দামে
তোমার প্রেমের অর্ঘ্য দেবো
ভালোবাসার খামে।
কথা আছে, স্বপ্ন-আবেগ
ছন্দ, সুর ও গান
নিতে পারো এক জীবনের
মধুর কলতান।
আদি থেকে অন্ত দেবো
সব-ই তোমার নামে।
চাইলে তুমি স্বর্গ দেবো
দিতে পারি মর্ত্য
যখন যা চাও, নিতে পারো
নেই কোন যে শর্ত।
থাকবে তুমি জড়িয়ে আমার
জীবন শিরোনামে।
দীর্ঘশ্বাসের দামে
তোমার প্রেমের অর্ঘ্য দেবো
ভালোবাসার খামে।
কথা আছে, স্বপ্ন-আবেগ
ছন্দ, সুর ও গান
নিতে পারো এক জীবনের
মধুর কলতান।
আদি থেকে অন্ত দেবো
সব-ই তোমার নামে।
চাইলে তুমি স্বর্গ দেবো
দিতে পারি মর্ত্য
যখন যা চাও, নিতে পারো
নেই কোন যে শর্ত।
থাকবে তুমি জড়িয়ে আমার
জীবন শিরোনামে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন