লুকোচুরি
দর্পণ কবীর
আমি গন্তব্যে পৌঁছুলেই তুমি
দিগন্ত হও নিমিষে। ঢেউয়ের মতো আছড়ে পড়ি যেই
তুমি আকাশমুখী পাহাড়, দীপ্তিময় হয়ে
ওঠে নতজানু না হবার তোমার সহজাত অহংকার।
নদী হয়ে ভাবি, তোমার দু’ পা
একদিন নামবে আমার লাবণ্যজলে, ঘুচবে
একাকীত্বের অভিশাপ। মেঘের মিছিলে মিলিয়ে যাও
তুমি, নির্মোহ অভিমানে। নদীও পোড়ে বিরহের দাবানলে।
শেষ চেষ্টায় হই কাব্য বিলাসী কবি
তুমি কলহাস্যে হও নক্ষত্র-নিহারীকা, তবু
স্পর্শ করো আমার কল্পনা সবই।
দিগন্ত হও নিমিষে। ঢেউয়ের মতো আছড়ে পড়ি যেই
তুমি আকাশমুখী পাহাড়, দীপ্তিময় হয়ে
ওঠে নতজানু না হবার তোমার সহজাত অহংকার।
নদী হয়ে ভাবি, তোমার দু’ পা
একদিন নামবে আমার লাবণ্যজলে, ঘুচবে
একাকীত্বের অভিশাপ। মেঘের মিছিলে মিলিয়ে যাও
তুমি, নির্মোহ অভিমানে। নদীও পোড়ে বিরহের দাবানলে।
শেষ চেষ্টায় হই কাব্য বিলাসী কবি
তুমি কলহাস্যে হও নক্ষত্র-নিহারীকা, তবু
স্পর্শ করো আমার কল্পনা সবই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন