দর্পণ কবীর

কবিতা - প্রতিশ্রুতি

লেখক: দর্পণ কবীর

তোমার দীর্ঘশ্বাস কি আমাকে ছুঁয়ে গেল? নিজের
ভেতর নিজের দীঘল ঘুম ভেঙে গেলে আচনক দেখি,
সূর্যোদয় নয়, আমি বিপন্ন এক সূর্যাস্তের মুখোমুখি! কে জানে,
কতকাল ঘুমিয়েছিলাম
স্বপ্নহীন, করতলে মরুঝড় এসে থমকে হতবিহবল!

জেগে থেকেও লক্ষ্যহীন পথে ছিল গন্তব্য খোঁজার
প্রহসন সেকি! ধ্রুবসত্য বলে আকড়েছি যা, হয়েছি সবই মেকী।
মুখোশের ভিড়ে খুঁজেছি প্রিয়মুখ, চোখের কোণে জমেছে
কেবল অশ্রুজল, অচল পয়সার মত অপাংক্তেয় আমি
তোমার নামে
উন্মুখ। নিঃসঙ্গ নির্বাসনে হাওয়ায় উড়িয়েছি স্বপ্ন ভাঙার
বেদনার জল, জলতরঙ্গে রেখেছি হাত পেয়েছি
আগ্নেয়গিরির অনল! তোমার প্রেমে হলাম যত উন্মাতাল,
পুড়ে খাঁক হয় মহাকাল।

কালের পিঠে দিগি¦দিক ছুটে জুটলো শুধু কড়ামিঠে
অপবাদ। চড়তে পেরেছি কি তোমার মনরথে? নাকি বিপরীত
স্রোতে ভেসে হয়েছি কুহেলিকা, জীবন ঘঁষে ঘঁষে কত
বলো জীবনের পাঠ শেখা?
হারাতে হারাতে হারাবার কী আর আছে? নিয়তির
কাছে দৃপ্তকণ্ঠে বলি, আমি যতবার জন্ম নেব
আসবো ফিরে তোমার কাছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন