স্বপ্নালোকের গান

দর্পণ কবীর দর্পণ কবীর

শোভন শৃঙ্খলিত তোমার স্বাভাবিক যাপনে হঠাৎ
বিষণ্ন পথিকের মতএক অস্বাভাবিক ঝড় ঘূর্ণিয়মান, তুমি
কৌতুহলে ঝড়ের বুকে পাতো কান। ঝড়
তোমাকে শোনায় প্রলয়ের গান, তুমি
কলহাস্যে বলো, ‘এ রোমান্টিক অভিমান!’

তোমার আঙিনায় কূড়ির ঘুম ভাঙানিয়া সুরের
মৌতাত, দিনলিপিতে বর্ণাঢ্য আয়োজন, পায়ে পায়ে
বন্দনা, মুঠো মুঠো সুখের বৈভব। জানি, তুমি
গীতাঞ্জলীর মত অর্থবহ ও শিল্পময়। এখানেই আমার পরাজয়।

পারিজাত স্বপ্নালোকে তুমি ফিরে আসো বারবার,
অস্পর্শের অনুতাপ বাড়ায় হাহকার। তুমি উপেক্ষায়
বলো, ‘নায়াগ্রার জলে অনেক কিছুই ভাসে!’
তুমি কি জানো, পথভোলা ঝড় কেন আমার দীর্ঘশ্বাসে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন