বেশতো ছিলাম একজীবন নিয়ে। আকাশ কতটা নীল, সমুদ্র
কতটা গভীর বা দিগন্ত কতটা দূরে, তার খবর
রাখার দায় ছিল না। সুর্যোদয় কিংবা সুর্যাস্তের মধ্যে সৃষ্টি ও সমর্পণের
নান্দনিক মাত্রা আছে, কী নেই, তা নিয়ে ছিলনা কৌতুহল।
আর সকলের মতো একজীবনের সাতকাহনে বেশতো ছিলাম
নিরুত্তাপ, নির্মোহ-নিমগ্ন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার সমীকরণে। আলো এবং
আধাঁরের মধ্যে সহজাত পার্থক্যের বাইরে আমি কখনো খুঁজিনি
কার রয়েছে কতটা মৌলিক রঙ। পৃথিবীর তাবৎ মানুষ যখন যুদ্ধের
দামামায় শংকিত, অরণ্য জুড়ে বির্বণ গাছ, পাখিদের শব!
যখন নির্বাসিত হয়ে গেছে কবিতা ও বৃষ্টিপাত, ঠিক তখুনি তুমি এলে!
আমাকে শোনালে হিরন্ময় জীবনের স্বরলিপি।
আমি তোমাকে ছুঁয়ে এই প্রথম পবিত্র হয়ে
পা বাড়ালাম আরেক জীবনের পথে। পেছনে পড়ে রইলো
সব অপবাদ, ভালোবাসার নিরেট পাপ, পেছনের সৈকতে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন