দীপক রায়

কবিতা - চা পানের পর

দীপক রায়

ফেরার পথে সে নামবে
আমার স্টেশনে
আমার সঙ্গে চা খাবে সে
গল্প করবে

বেলা কমে এলে ফিরে যাবে সে
কেউই চাই না
তবু সে যাবে
তাকে ফিরতি ট্রেনে
তুলে দিতে হবে

অন্ধ ভিখিরি — লাঠি ঠুকে ঠুকে সামনে দাঁড়াল,
সেও বলল — জগৎ সংসারের
নিয়ম — চা খাওয়া হলে
ট্রেনে তুলে দিতে হয়
ওকে ছেড়ে দিতে হবে
ইচ্ছে থাকুক আর
না থাকুক

পরে পড়বো
৬১
মন্তব্য করতে ক্লিক করুন