দীপক রায়

কবিতা - চিহ্ন ১৯৭১

দীপক রায়

বাস থেকে নামিয়ে কাল যাদের গুলি করা হলো
তাদের লাশ সারারাত পড়েছিল রাস্তায়
লাশগুলি মর্গে যাবে আজ

শুধু ওয়াসিম কাপুরের তেলরং ছবির মতন
দু-এক ফোঁটা রক্ত লেগেছিল দেয়ালে দেয়ালে

২২
মন্তব্য করতে ক্লিক করুন