দীপক রায়

কবিতা - মৃত্যু

দীপক রায়

মিলনসাগরে প্রকাশ কাল ১৭.৫.২০১৮। ২০১১ সালে প্রকাশিত ‘নিঝুম হয়েছে গাছপালা’
কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমাদের বাংলায় টাইপ করে পাঠিয়েছেন কবির বিশেষ
স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ। তাঁর ইমেল :
jubgho@gmail.com । কবির পাশাপাশি আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ।

‘মৃত্যু এত যে মধুর – আগে জেনেছিল কে?’
— সুইসাইড নোটে এই কথা লিখে
. ইলামবাজার জঙ্গলের দিকে
. চলে গিয়েছিল সে
#
নিঝুম হয়েছে গাছপালা মেঘ ঝুঁকে দেখেছিল তাকে।

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন