ভোরবেলা জোয়ারের জলে এসে পড়ে আছে একা
এখন ভাটার টানে সরে গেছে নির্বিকার জল।

একটি স্টিমার কীরকম মুখ গুঁজে পড়ে আছে
কাদার ভেতর—এই কথা ভেবে একাকী সারস
উড়ে উড়ে চলে গেল দূরে। কোথায় সারেং তার?
সারেং-এর বউ তাকে অসময়ে কেন ডেকেছিল?

বিপদ ছিল কি তার কিছু? পর্যটকের মতন
অনেক সমুদ্র আর অনেক নাবিক দেখে আমি
নদী মোহনায় এই কথা ভেবে, ভয়ে কেঁপে উঠি।

দূরে চোখে পড়ে একটি টালির বাড়ি। ধোঁয়া ওড়ে
মাটির উনুন থেকে। কালো হাঁড়ি চাপানো উনুনে।
উনুনে বাতাস দেয় গৃহবধূ। ভাত ফোটে। গন্ধ
তার বাতাসে ছড়ায়। একটি ছাগলছানা দূরে শুয়ে আছে।
বিপদ ঘটেনি তবে। ছল করে ডেকেছিল সারেং-এর বউ

২৫
মন্তব্য করতে ক্লিক করুন