বৃষ্টি
কবি ইমদাদ শাহ্
বৃষ্টি বিমুগ্ধ দুধার-
রূপোসি বাংলার আনাচে কানাচে
আড়মোরা দিয়ে জাগে প্রকৃতি
ভাঙে কবিতার নিঃস্তব্ধতা
বেদনার্ত নীল আকাশ
আকাশ ঘনিয়ে কালো মেঘে যেন মুখ ঢাকিছে বারিবার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
ফাটিছে মাটি পুড়িছে শস্য বিনাশ ধরিছে সংহার
চাতকের ন্যায় চাহিয়া পড়িছে ধরণীর ঘোটা পরিবার
কাঁপিছে আকাশ থর থর থর ঝাপসা দৃষ্টি অন্ধকার
আলোকচ্ছটায় ঝলসে গেছে আকুল জাতীর ঘুম পাহাড়
বাইরে নেমে চাইছে ওরা বিধাতার এক কৃপাবার
সমব্যাথী আকাশ তাই দেখে যেন অশ্রু সুখে বরাবার
সোনার দেশের সোনার ফসল জ্বলে পুড়ে ছারখার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
মুগ্ধ আমি সেই রূপেতে রূপলি সৃষ্টির রূপ বাহার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
বৃষ্টি বিমোহিত আমি
ঝিরি ঝিরি বারিধার হৃদয়ের চারিধার
ভিজে ভিজে একাকার হৃদয়ের প্রান্ত
নীল শাড়ি পড়নে উঁচু উঁচু গড়নে
গাছগুলো কারে চায় কাহারে একান্ত
দুচোখ যে দিকে চায় তাহারে কোথাও না পায়
দুচোখে বিষাদ নীলিন দুচোখ দিকভ্রান্ত
স্মৃতিগুলো ঘনবারী রিমঝিম বরষা
বেদনার্ত নীল আকাশ নাই কোনো ভরসা
হরদম বৃষ্টি ঝিরি ঝিরি অবিরাম ধারাপাত
জল ঝরে জল ঝরে স্তব্ধ দিন রাত
রূপোসি বাংলার আনাচে কানাচে
আড়মোরা দিয়ে জাগে প্রকৃতি
ভাঙে কবিতার নিঃস্তব্ধতা
বেদনার্ত নীল আকাশ
আকাশ ঘনিয়ে কালো মেঘে যেন মুখ ঢাকিছে বারিবার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
ফাটিছে মাটি পুড়িছে শস্য বিনাশ ধরিছে সংহার
চাতকের ন্যায় চাহিয়া পড়িছে ধরণীর ঘোটা পরিবার
কাঁপিছে আকাশ থর থর থর ঝাপসা দৃষ্টি অন্ধকার
আলোকচ্ছটায় ঝলসে গেছে আকুল জাতীর ঘুম পাহাড়
বাইরে নেমে চাইছে ওরা বিধাতার এক কৃপাবার
সমব্যাথী আকাশ তাই দেখে যেন অশ্রু সুখে বরাবার
সোনার দেশের সোনার ফসল জ্বলে পুড়ে ছারখার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
মুগ্ধ আমি সেই রূপেতে রূপলি সৃষ্টির রূপ বাহার
নামিছে বৃষ্টি করিবারে সৃষ্টি বিন্দু বিন্দু চারিধার
বৃষ্টি বিমোহিত আমি
ঝিরি ঝিরি বারিধার হৃদয়ের চারিধার
ভিজে ভিজে একাকার হৃদয়ের প্রান্ত
নীল শাড়ি পড়নে উঁচু উঁচু গড়নে
গাছগুলো কারে চায় কাহারে একান্ত
দুচোখ যে দিকে চায় তাহারে কোথাও না পায়
দুচোখে বিষাদ নীলিন দুচোখ দিকভ্রান্ত
স্মৃতিগুলো ঘনবারী রিমঝিম বরষা
বেদনার্ত নীল আকাশ নাই কোনো ভরসা
হরদম বৃষ্টি ঝিরি ঝিরি অবিরাম ধারাপাত
জল ঝরে জল ঝরে স্তব্ধ দিন রাত
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন