ফুটবল
কবি ইমদাদ শাহ্
জানা অজানার নই গো মোরা
অচিন পুরের দল
ফুটবল ফুটবল
শক্ত বলে রক্ত ঝরে
হাওয়া গেছে ভাই টুটে
তাইত মোরা শক্ত পায়ে
যাচ্ছি এবার ছুটে
লক্ষ্য মোদের গৌল
মত্ত রেফারি থ বনে ম্লান
আমরা তবু গাইছি রে গান
ঘাম ঝরিয়ে সেরেছি স্নান
নয় ত হেন খল
ফুটবল ফুটবল
ছুটছি সবে সত্রাসে
ফাউল টাউল দূর্বাসে
শৃঙ্খলা মোদের বল
আকাশ বাতাস কাঁপিয়ে উচ্ছ্বাস
গৌল গৌল গৌল
ফুটবল ফুটবল
ছুটছি সবে নিঃশ্বাসে
ভাসছি সব বিশ্বাসে
লক্ষ্য মোদের গৌল
বুকে দূর্বার বল
উড়ছি মোরা উড়িয়ে বল
পেছনে ঐ বাধার দল
সমবেদী সব
আমারা নির্ভীক দল
ফুটবল ফুটবল
ছোট বড় পাসে
এগিয়ে সবে আসে
অফসাইডের কবলে মোরা
পড়ছে সবার চোখের জল
ফুটবল ফুটবল
গলায় গলায় ভাব এই ত স্বভাব
জার্সি মোদের সদা হাস্য কিবা রহস্য
দেশের তরে আর্তের সেবায়
মোরা প্রীতির একক দল
ফুটবল ফুটবল
অচিন পুরের দল
ফুটবল ফুটবল
শক্ত বলে রক্ত ঝরে
হাওয়া গেছে ভাই টুটে
তাইত মোরা শক্ত পায়ে
যাচ্ছি এবার ছুটে
লক্ষ্য মোদের গৌল
মত্ত রেফারি থ বনে ম্লান
আমরা তবু গাইছি রে গান
ঘাম ঝরিয়ে সেরেছি স্নান
নয় ত হেন খল
ফুটবল ফুটবল
ছুটছি সবে সত্রাসে
ফাউল টাউল দূর্বাসে
শৃঙ্খলা মোদের বল
আকাশ বাতাস কাঁপিয়ে উচ্ছ্বাস
গৌল গৌল গৌল
ফুটবল ফুটবল
ছুটছি সবে নিঃশ্বাসে
ভাসছি সব বিশ্বাসে
লক্ষ্য মোদের গৌল
বুকে দূর্বার বল
উড়ছি মোরা উড়িয়ে বল
পেছনে ঐ বাধার দল
সমবেদী সব
আমারা নির্ভীক দল
ফুটবল ফুটবল
ছোট বড় পাসে
এগিয়ে সবে আসে
অফসাইডের কবলে মোরা
পড়ছে সবার চোখের জল
ফুটবল ফুটবল
গলায় গলায় ভাব এই ত স্বভাব
জার্সি মোদের সদা হাস্য কিবা রহস্য
দেশের তরে আর্তের সেবায়
মোরা প্রীতির একক দল
ফুটবল ফুটবল
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন