কবি ইমদাদ শাহ্

কবিতা - গোধূলি

লেখক: কবি ইমদাদ শাহ্

গোধূলি লগনে একি রূপ মাধুরী
হেরিনু অসংখ্য মৃত্যুর জয়ভেরী – একি রূপ মাধুরী
হেরিনু রুধির রাঙা অন্ধ বোধের বিভাবরী
হেরিনু সমস্ত জাগতিক দিশাদয় দূরভিসারী
হেরিনু ক্ষতবিক্ষত হৃদান্তের অস্থির অন্তরালে
মম অন্দর পরে আমি যাহারে বাঁধি
হেরিনু গো তাহারে আমি তৃষানলে কাঁদি
হে আত্মোৎসর্গী সমস্ত মহান আত্মা
গোধূলি রক্তিম রাগে একাত্মে হেরি
ঘৃন্য বোধে বৃথা বধে রক্ত পিপাসু
অন্ধ পথে ধেয়ে আসে স্বার্থ অন্বেষু
আসে মোহ মুগ্ধ সন্ধ্যা হৃদয় সমাধির জয়
জীবনে আসে বেদনা বিষাদ মৃত্যু ভয়
পশ্চিম আকাশে হেলিয়ে আসে বিরহের লিলারূপ
নীলকন্ঠ পীড়নে তাহার রক্তিম অন্ধবোধ
তবু রূপ সুধা অমর কাব্য গাঁথা
অনিন্দ্য সে, হে বিশ্বকর্মা কিসে তারে তুলি
রুধির রাঙা নীল বসনে অনিন্দ্য গোধূলি
আমি দেখিনু গোধূলি হরিনীর ঠোঁটে
হেয়ালি ছিল চোখে এক পলকে
প্রেম দেখেছি গো আমি অপলকে
অনুরাগে রক্ত ঝরে এ বুকে
পিরিতির হেম মালা পরানের পরে
হৃদয়ের প্রতিধ্বনি হৃদয়ের তরে
হেরিনু এ মুখ আমি কেমনে ভুলি
ব্যাথার সমুদ্রে ডুবে গ্লানির গোধূলি
গোধূলি বেলা করেছ খেলা ওগো নভোনমিতা
লাল হলুদে সেজেছিলে দেখেছি চুপি চুপি
তারপর রাতের প্রহর নিস্তব্ধ নিগাঢ় অমানিশা বিভোর
ডুবে গেছে শতবর্ষী সূর্যের দুরাচার
রাতের তারারা ঘিরে ধরেছে দীঘল রাতের সুধাকর
আর আমি নিশীথিনীর মত তোমার চোখে খুঁজে বেড়াই স্বপ্ন

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন