কবি ইমদাদ শাহ্

কবিতা - লাল জুলাইয়ের কবিতা

লেখক: কবি ইমদাদ শাহ্

জুলাইয়ের রং কেন গো মা লাল
কেন সকালের সূর্যটা এমন রক্তিম লাল
ওরা মিছিলে গেল সাঁই সাঁই
আর ত ওরা ফিরল না
ওরা কি তবে শহীদ হয়েছে
রক্ত মেখে সূর্যটাও কেমন লাল
গুলির আওয়াজ শুনেছ কি গো
বারূদের গন্ধে খাঁ খাঁ করছে তাই না
লাশের গন্ধ ধেয়ে আসছে বাতাসে বাতাসে
পূর্ব দিগন্তে যে পথটা ধরে
ওরা মিছিলে গিয়েছিল
সেই রাজপথটা পূর্ব দিগন্তটা
আজ লাল লাল রক্তে রক্তিম
নীল আকাশে পাখিরাও ত
স্বাধীনভাবে ডানা ঝাপটে উড়ে
তবে স্বাধীন দেশে ছাত্ররা কেন
গুলি খেয়ে মরে বল মা
মায়ের মুখে নেই কোন কথা
জুলাইয়ের সূর্যটা সোনালী নয় লাল রক্তিম
সোনার ছেলেদের রক্তে ভেজা পথে
জুলাইটার যেন নেই অন্তিম
রক্তের মত লাল টকটকে দূর্নিবার সে সূর্য
ছাত্র জনতা শূন্য হাত যেন আজ অবরুদ্ধ
বন্দুকের নল উচিয়ে ওরা বুকে করে গুলি
রক্তে মাখা এই জুলাই কেমনে বল ভুলি
জাগল আগুন দেশের তরে
চোখ নয় ওদের অন্ধ
ভয়ে ভয়ে থাকবে ক দিন আর
দরজা করে বন্ধ
স্বাধীন দেশের সেই ডাইনি বুড়ি এখনো আছে
সুযোগ পেলে ঘাড় মটকে রক্ত নেবে শুষে
জুলাই মাসে সবার প্রোফাইল তাই হয়েছিল লাল
বর্গি এসে তুলে তুলে নিবে আর কত কাল
কৃষ্ণচূড়া রক্ত জবার সব রং মেখে
ওদের প্রোফাইলগুলো লাল হয়েছে একে একে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন