একটা আতংকিত শহর আজ জেগে উঠেছে
একটা আতংকিত দেশ আজ জেগে উঠেছে
কোথায় পালাবে তুমি
তোমার হাতে রক্তের দাগ
তোমার স্বৈরাচারী জগদ্দলে
পাহাড় সমান পাপের বোঝা
কোথায় পালাবে তুমি
অন্ধ মেঘের থেকে যেমন খরার ক্ষোভের গর্জন হয়
শান্ত বাতাসে যেমন থাকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
ঢেউয়ের গর্জন থেকে যেমন সুনামির ঝড়ের সৃষ্টি হয়
ভাসিয়ে নিয়ে যায় সমস্ত অহংকার
মৃত শহরে আজ নব জীবন উন্মাদনা
অন্ধকারে আলো দেয়া পাখিরা
দেশের আবাল বৃদ্ধ ভনিতারা জেগে উঠেছে সর্বত্র
তোমার পাপের সাম্রাজ্য আজ পুন্যের বৃষ্টির অপেক্ষায়
কোথায় পালাবে তুমি
মৃত শহরে আজ যৌবন বেগ
ক্ষীপ্রবেগে উঠেছে রক্ত
৫৬ হাজার বর্গমাইলের অলিগলি পথ বেয়ে
উঠেছে মুক্তিকামী বাঁধভাঙা গনজোয়ারের উচ্ছ্বাস
অস্ত্র বিহীন জনতার উত্থান
কত আসাদ নূর হোসেনদের উদ্যম বুকে
এটে দেবে গনতন্ত্রের শেষ বুলেট
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের টুকরো টুকরো মানচিত্র তোমায় ঘিরে ফেলেছে
কঠিন পায়ে চলা তারুণ্যের মিছিল
খুঁজে পেয়েছে ফেরাউনী মসনদ
কোটি প্রাণ এক ছায়াতলে
অলৌকিক পাখির ব্রিগেডের মত
দুঃশাসনকে করে দেবে ছারখার
হে নবীন যাত্রি কাটেনি রাত্রি
এখনো ঘোর অমিশা রাত
কোন সে শিকারী
লুকিয়ে মৃগারী
কেন এ ঘাত প্রতিঘাত সংঘাত
এলো যে ফাগুন রক্ত আগুন
দিকে দিকে ছড়িয়েছে ত্রাস
কে দিল সে আলো
দেশকে বেসে ভালো
ছড়িয়েছে কার সুবাসিত উল্লাস
কে দিল মন্ত্রনা এ করুন যন্ত্রণা
ওরা বাংলার সন্তান
মিত্যুর শহরে
যৌবন উন্মাদনা
ক্ষীপ্রভেগে উঠেছে রক্ত
আসাদ নূর হোসেনদের বুকে গনতন্ত্রের শেষ বুলেট
২৪১

মন্তব্য করতে ক্লিক করুন