কবি ইমদাদ শাহ্

কবিতা - কার্তিক মাস

লেখক: কবি ইমদাদ শাহ্

কার্তিক মাসে দূর্বা ঘাসে শিশির ভেজায় ভোর
শীতের শিশির কার্তিকে কেন সখ্য কত দূর
ভোরের আকাশ ঠাঁই খুলে দেয় ঘুঘু শালিক ডাকে
ধানের গন্ধে তারাও মাতে ছাতিম বনের ফাঁকে
কৃষান ছুটে ধানের পানের রোজ করচায় কুল
শিউলি কামিনী কেতকী যেন ফুটছে নানান ফুল
ফিঙে টিয়ে ময়না শালিক সব পাখিদের বসে মেলা
কার্তিকটা ভাই পাখ-পাখি আর হারেম ধানের খেলা
কার্তিকটা ঠাঁই কৃর্তিকা ধারী দূর আকাশের তারা
গোবর্ধন আর অন্নকুটে ধুম হরিন্য হিন্দু পাড়া
বক ফুলেদের দেখেছ কভু অন্য সময় ফুটতে
কার্তিক এলে তাদের ডালে মন ছুটে যায় উঠতে
লতা পারুল দেব কাঞ্চন আর হিমঝুরি ফুলে
হিমের ছোঁয়ায় মন ভরে যায় নদীর কুলে কুলে
পথিক ছুটে গন্ধ রাজ আর চন্দ্র মল্লিকার টানে
ফুল পাখি মানুষ মিলে কার্তিকের পাংশু পানে
পামরি ছাত্রি খাপরা ঘাস ফড়িং বাংলার পতঙ্গ কুল
লাফিয়ে নেচে মাতিয়ে তুলে কার্তিকের বাংলার ধূল
কৃষান ক‌ষানি গান গেয়ে বুনে আলু কপি কুন্দ মুলা
নবান্ন মাতে কৃষান পাড়ে সাজিয়ে নতুন ধানের রাঙা কুলা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন