ফাইয়াজ ইসলাম ফাহিম

কবিতা - একটা বৈশাখী ঝড় চাই

লেখক: ফাইয়াজ ইসলাম ফাহিম

একটা বৈশাখী ঝড় চাই
মানুষের মনে,
যে ঝড়ে মানুষের
মনের কালিমা হবে পরিষ্কার
যে ঝড়ে মানুষের মনে মানবতা হবে আবিষ্কার
ঠিক সেই রকম একটা
বৈশাখী ঝড় চাই।

মানুষের মনে এখন
অসুরের বাস,
ধর্ম-কর্মে আর স্বচ্ছতা নেই
মনে চলেছে অসুরের ত্রাস।

একটা বৈশাখী ঝড় চাই
মানুষের মনে,
যে ঝড়ে অসুর থাকবে না
মনটা থাকবে মানবতার বনে।

একটা বৈশাখী ঝড় চাই
মানুষের মনে,
যে ঝড় মানুষের অশান্তি
করবে সাফ
মনে ফেলবে শান্তির ছাঁপ
ঠিক সেই রকম একটা বৈশাখী ঝড় চাই…

১৯৬
মন্তব্য করতে ক্লিক করুন