ঘুম পরী
ফাইয়াজ ইসলাম ফাহিম
ঘুম আসে না চোখের পাতায়
থাকি রাত জেগে,
ঘুম পরী চলে গেছে আমার উপর রেগে।
ঘুম আসে না! ঘুম আসে না!
ঘুম পরীর নেই খোজ,
আগের মত আর আসে না
রোজ-রোজ।
ঘুম পরীকে বার্তা পাঠাই
পাই না কোন সাড়া,
ঘুম পরী আমায় পাগল করেছে
করেছে সর্বহারা।
ঘুম পরী ঘুম পরী আয় তুই ফিরে
তোর জন্য যে এ মন জ্বলে পুড়ে মরে,
ঘুম পরী ঘুম পরী করিস না তুই পর
তোরে নিয়ে গড়ব আমি
ভালবাসার ঘর
থাকি রাত জেগে,
ঘুম পরী চলে গেছে আমার উপর রেগে।
ঘুম আসে না! ঘুম আসে না!
ঘুম পরীর নেই খোজ,
আগের মত আর আসে না
রোজ-রোজ।
ঘুম পরীকে বার্তা পাঠাই
পাই না কোন সাড়া,
ঘুম পরী আমায় পাগল করেছে
করেছে সর্বহারা।
ঘুম পরী ঘুম পরী আয় তুই ফিরে
তোর জন্য যে এ মন জ্বলে পুড়ে মরে,
ঘুম পরী ঘুম পরী করিস না তুই পর
তোরে নিয়ে গড়ব আমি
ভালবাসার ঘর
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৭১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন