রক্তে কেনা স্বাধীনতা।
শত শহীদের বুকের রক্তে রাঙানো এই পথ,
তাদের ত্যাগের মহিমায় গড়া জয়ের জয়রথ।
যাদের রক্তে ভিজেছে মাটি, লাল হয়েছে ঘাস,
তাদের স্মৃতির মিনারে আজও উন্মুখ চারপাশ।
সেই যে রাঙা পথ ধরে গেছে কত প্রাণ অকাতরে,
মুক্তির সুধা মেখেছে তারা বাংলার ঘরে ঘরে।
বন্ধুর হাতে হাত রেখে যারা লড়েছে মরণপণ,
একই লক্ষ্য, একই সুরে সঁপেছে নিজের মন।
কেউ ফেরেনি ঘরে আর, কেউ দেয়নি পিছুটান,
ফাঁসির মঞ্চে গেয়ে গেছে তারা জীবনের জয়গান।
মায়ের কোল শূন্য করে, প্রিয়ার সিঁথির সিঁদুর মুছে,
গেছে তারা সব আঁধার কালো বিপ্লবের তেজে ঘুচিয়ে।
সেই লাল রং আজও ভোরের সূর্যের আভা হয়,
সেই লাল রং প্রতিটি বিজয়ে দৃপ্ত কণ্ঠে কয়—
“ভুলিনি তোমাদের, ভুলব না কোনোদিন,”
রক্তের দামে কেনা এ দেশ, শোধ হবে না তো ঋণ।
ইতিহাসের পাতায় পাতায় ঝরেছে যে তাজা খুন,
তারই আলোয় জ্বলে আজও দেশপ্রেমের দারুণ আগুন।
অস্ত্র হাতে লড়েছে যারা, বুক পেতেছে বুলেটে,
তাদের নামই অমর হয়ে আছে এ দেশের ললাটে।
শৃঙ্খল ভাঙার সে কি ব্যাকুলতা, সে কি প্রচণ্ড লড়াই,
তোমাদের ত্যাগের মহিমাতেই আজ আমরা গর্বে দাঁড়াই।
মায়ের ভাষার মান রাখতে যারা ঢেলেছে বুকের রক্ত,
তাদের স্মরণে প্রতিটি বাঙালি আজ চিরকাল তরে ভক্ত।
হাজার বন্ধুর আত্মদানে আজ আমরা স্বাধীন বীর,
তাদের স্মরণে শ্রদ্ধায় আজ অবনত করি শির।
রাঙা পথের সেই বিপ্লবীরা চিরকাল রবে বেঁচে,
আমাদের এই সবুজে মোড়া দেশের প্রতিটি স্পন্দনে নেচে।
যতদিন রবে চন্দ্র-সূর্য, যতদিন বইবে নদী,
তোমাদের গান গাইবে এ দেশ মুক্ত কণ্ঠে নিরবধি।
১০২

মন্তব্য করতে ক্লিক করুন