ফালগুনী রায়

কবিতা - ব্যক্তিগত বিছানা

ফালগুনী রায়

১.

শুধুই রাধিকা নয় – গণিকাও ঋতুমতী হয়

তিন সন্তানের পিতা – পরিবার পরিকল্পনার আদর্শ পুরুষ

কৈশোরে করে থাকে আত্মমৈথুন – করে না কি

২.

আমি রবীন্দ্রনাথ হতে চাই না – হতে চাই না রঘু ডাকাত

আমি ফালগুনী রায় হতে চাই – শুধুই ফালগুনী রায়

৩.

আমি যে-রাস্তায় থাকি তার এক প্রান্তে প্রসূতিসদন অন্য প্রান্তে শ্মশানঘাট

বিশ্বাস না-হয় দেখে যেতে পারেন – বাসরুট ৪, ৩২, ৩৪, ৪৩

৪.

ম্যাগাজিন শব্দটি আমি লক্ষ করেছি রাইফেল ও কবিতার সঙ্গে যুক্ত

২৩
মন্তব্য করতে ক্লিক করুন