ফালগুনী রায়

কবিতা - কীরকম বিচ্ছিরি দ্যাখো

ফালগুনী রায়

কীরকম বিচ্ছিরি দ্যাখো পেচ্ছাপের কথা

প্রেমের সময়

চুমুর শব্দে

আ হাহা যুবকদের পাজামায় তাঁবু

হযবরল লাল নিশান দুলে-দুলে

গণমত নিয়ে চলে যাচ্ছে ভবিষ্যতের দিকে

‘পাইখানা’ উচ্চারণে যুবতীদের

লাল লিপস্টিক-ঠোঁট

অলিম্পিয়ায় পাঁড় মাতাল একজন এলিট

খিস্তি করল আমায় – ‘শালা তাড়িখোর’

যখন গাববুর আড্ডা থেকে

বেরিয়ে রাস্তায় হাঁটছিলুম

ঈশ্বরকে হাতের কাছে পেলে তার জ্যান্ত লাশ

মাটিতে পুঁতে শয়তানকে দিয়ে খাওয়াতুম

মদ মেয়ে কবিতার ভেতর কে বেশি রমরমে

বুঝতে পারছি না এখন – আমার কলম ‘দাদ’ লিখতে

গিয়ে ‘হে নারী হে রূপসী’ লিখছে – ‘হে নারী হে প্রিয়া’

লিখতে গিয়ে ‘দাদ চুল্কুনি’র কথা লিখে ফেলছে।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন